অদৈত্ব মহাপ্রভু মন্দির এলাকার পাড় কাটা বন্ধে প্রতিবাদ করছে, বোরহান

হাওরাঞ্চল প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর অদৈত্ব মহাপ্রভু মন্দির এলাকার পাড় কাটা বন্ধ করাসহ নদী সংশ্লিষ্ট সকল অনিয়মের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করে আসছেন। এলাকার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী বোরহান উদ্দিন। দিনে রাতে বালু খেকোদের ধরিয়ে দিতে ও পাড় কাটার সময় খবর পেয়ে এলাকার সচেতন মহলের সাথে ঐক্য বদ্ধ ভাবে কাজ করছে। কিন্তু এরপরও থেমে নেই বালু খেকোদের পাড় কাটার তান্ডব।
স্থানীয় এলাকাবাসী জানান, বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর তীর ঘেঁষে বিন্নাকুলী বাজার, বাজার থেকে অদৈত্ব মহাপ্রভু মন্দিরের সড়ক হয়ে লাউড়েরগড় সড়ক খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একটি বালু খেকো চক্র রাতের আধাঁরে এই এলাকার পাড় কেটে বালু বিক্রি করছে। তা রক্ষার জন্য এলাকাবাসীর সাথে ভোক্তভোগী, স্থানীয় বাসিন্দাদের সাথে ব্যবসায়ী বোরহান উদ্দিন কাজ করে যাচ্ছেন। কেউ পাড় কেটে বালু নিচ্ছে খবর দিলে বোরহান উদ্দিন নিজেই স্থানীয় লোকজনকে সাথে নিয়ে বালু উত্তোলনকারীদের প্রতিহত করছে। যে কারনে বালু খেকোরা তাদের স্বার্থ হাসিল করতে না পারায় বোরহান উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, মনগড়া, ভুল তথ্য দিয়ে রসালো কল্পকাহিনী বানিয়ে সামাজিক,পারিবারিক ভাবে হেয় প্রতিপন্ন করছে,একেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অপরাধী বানানোর চেষ্টায় লিপ্ত রয়েছে।
স্থানীয় বাসিন্দা নুরুল আলম জানান,আমরা নদীর পাড় কাটা বন্ধে বোরহান উদ্দিনকে পাশে পাই। তিনি আমাদেরকে সাথে নিয়ে দিনে ও রাতে বালু খেকোদের ধরিয়ে দিতে ও তাদের বিরুদ্ধে কথা বলছেন। যারা নিরপরাধ মানুষকে অপরাধী বানায় ও বালুখেকোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা প্রয়োজন।
বোরহান উদ্দিন জানান, আমি বালু খেকোদের বিরুদ্ধে কথা বলায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বালুখেকো চক্র। জনস্বার্থে নদীর পাড় কাটাসহ নদী সংশ্লিষ্টসহ সকল অনিয়মের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করছি আর আগামীতেও এলাকাবাসীকে সাথে নিয়ে নদীর পাড় কাটা প্রতিহত করবো। যারা আমার বিরুদ্ধে ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত তথ্য প্রকাশ করছে তারা মনে করেছে আমাকে ঘায়েল করতে পারলেই তারা পাড় কেটে নিতে পারবে।