বাংলাদেশের কৃষিতে কৃষকরা বিপ্লব ঘটাচ্ছে,,

ষ্টাফ রিপোটার সুনামগঞ্জ
বাংলাদেশের কৃষিতে কৃষকরা বিপ্লব ঘটাচ্ছে, কৃষকরা দেশি’ জাতের ধানের পাশাপাশি বিনা ধান চাষ করে লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ বিনা মহাপরিচালক ড.মো: আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (৬ মে) বিকেলে সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের আয়োজনে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর এলাকায় কৃষকদের নিয়ে মাঠ দিবসে ভার্চুয়ালি প্রধান অতিথি বক্তব্যে কথা গুলো বলেন।
বিনা উদ্ভাবিত বোরো ধানের উন্নত জাত বিনাধান-২৪ ও বিনা ধান ২৫ এর সাথে ব্রি ধান ১০০ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবসে সুনামগঞ্জ ডিএই উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতি করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ বিনা মহাপরিচালক ড.মো: আবুল কালাম আজাদ আরও বলেন, বাংলাদেশের কৃষিতে কৃষকরা বিপ্লব ঘটাচ্ছে। কৃষকরা দেশি জাতের ধানের পাশাপাশি বিনা ধান চাষ করে লাভবান হচ্ছেন। বিনা ধান ২৪ ও ২৫ চাষবাদে কৃষকরা উপকৃত হচ্ছেন। বিনা চাষে আগের তুলনায় ফসল বেশি পাচ্ছেন কৃষকরা। এতে কৃষকরা লাভবান হচ্ছেন। বিনা কৃষকদের জন্য নতুন জাতের ধান আবিষ্কার করে যাচ্ছে। বিনা ২৪ ও ২৫ এর পাশাপাশি ব্রি ধান ১০০ জাতের ধান মাঠে নিয়ে এসেছে। এসব উন্নত জাতের ধানের চাষাবাদ করলে কৃষকরা ফসল বেশি পাবে।এসব জাতের ধানে রোগবালাই খুবই কম হয়। বিনা ধান খুবই অল্প মেয়াদী হওয়ায় একই সময়ে ধান কাটার পরে অন্য ফসল আবাদ করা যায়। বিনা ধান চাষে ফলন বেশি হওয়ায় কৃষকরা আগ্রহ প্রকাশ করছে।
অনুষ্ঠানে সুনামগঞ্জ বিনা উপকেন্দ্র এএসও মোঃ আমজাদ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন
ময়মনসিংহ বিনার গবেষণা কার্যক্রমের শক্তিশালী করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড.মোঃ মাহবুবুল আলম তরফদার, ময়মনসিংহ বিনার গবেষণা কার্যক্রমের শক্তিশালী করণ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ড.মোহাম্মদ আশিকুর রহমান, বিশম্ভরপুর উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেফাউর রহমান প্রমুখ।