মাধবপুরে মাটি ও বালু কাটার অভিযোগে ২ যুবককে জরিমানা

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি ও বালু কেটে বিক্রির অভিযোগে দুই যুবককে দেড় লক্ষ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ মে) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার আলাকপুর, হালুয়াপাড়া, চৌমুহনী রাবার ড্রাম, রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।
অভিযানে মেহেদী হাসান ও সবুজ মিয়া নামে দুই ব্যক্তিকে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫ (১) ধারা অনুযায়ী দেড় লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে অবৈধভাবে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ অপসারণ এবং জব্দ করা হয়েছে। এ অভিযানের সহযোগিতা করেন সেনাবাহিনী ও মাধবপুর থানার পুলিশের একটি চৌকস টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।