শাবি ইন্ট্রা স্পোর্টস সাস্ট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাউকাউ এফসি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্টের উদ্যোগে ইন্ট্রা স্পোর্টস সাস্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচে সুইট সিক্সটিন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাউকাউ এফসি।
বৃহস্পতিবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করে। এতে সেরা উদীয়মান খেলোয়াড় মনোনীত হয়েছেন টিম আজাইরা দলের সাব্বির আহমেদ, সেরা গোলরক্ষক হয়েছেন চ্যাম্পিয়ন হাউকাউ এফসির আব্দুল্লাহ ইমন, সেরা গোলদাতা হিসেবে সম্মান পেয়েছেন গোল্ড ডিগার দলের সোয়াদ আহসান, ম্যান অফ দ্যা ফাইনাল হাউকাউ এফসির আলমগীর হোসাইন এবং টুর্নামেন্টের ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন আসাদুল হাবিব।
এরআগে গত ২৬ অগাস্ট এ টুর্নামেন্টের অকশন অনুষ্ঠিত হয় এবং ২৯ অগাস্ট এ টুর্নামেন্টির উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
এদিন ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম, প্রভাষক নওরীন খানম অর্ণা, এবং খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আফজাল হোসেন।