মাধবপুরে স্কুল মাঠ যেন বিস্তীর্ণ জলাধার, শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ পাঠদান
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলবদ্ধতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে ওই গ্রামের বাবুল মিয়া ও খোকন মিয়া বিরুদ্ধে।
যেখানে শিশুদের খেলাধুলার কোলাহল থাকার কথা, সেই স্কুল মাঠ আজ যেন বিস্তীর্ণ জলাধার। কয়েক দিনের টানা বর্ষণ বিদ্যালয় সংলগ্ন জলাশয়ের পানি বেড়ে গিয়ে মাঠে ঢুকে পড়েছে।এতে স্কুলের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে যাতায়াত ও স্কুল প্রাঙ্গণে চলাচল চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।শ্রেণিকক্ষ গুলোতে চলছে পাঠদান, তবে মাঠের এমন চিত্রে শিক্ষার্থীরা যেন বন্দি জীবনযাপন করছে।
বিদ্যালয় চত্বরে পানি জমে থাকার কারণে শিক্ষার পরিবেশ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ঝুঁকির মধ্যেও রয়েছে, কোমলমতি শিক্ষার্থীরা। অনেক অভিভাবক ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে। এছাড়া বিদ্যালয়ে নেই কোন প্রাচীর। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে শিক্ষার্থীদের উপস্থিতি এবং মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অভিভাবকরা।
ছাত্র-ছাত্রীরা বলেন,’প্রতিদিন ভেজা মাঠে দাঁড়িয়ে এসেম্বলি করতে হয়। অনেক শিক্ষার্থী পিছলে পড়ে আহত হয়েছে। জলাবদ্ধতার কারণে শিক্ষক-শিক্ষার্থীরা শৌচাগারও ব্যবহার করতে পারছেন না। ফলে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
সরেজমিন দেখা জানায়, বিদ্যালয়ের পাশ দিয়ে পানি নিষ্কাশনের একটি ফাইভ (নালা) ছিল। কিন্তু সোয়াবই গ্রামের প্রভাবশালী মইদর আলীর ছেলে বাবুল মিয়া ও খোকন মিয়া সরকারি খাস জমি দখল করে মাটি ভরাট করে সেই ফাইল বন্ধ করে দিয়েছেন। পানি বের হওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আখতার উদ্দিন বলেন,“বাবুল মিয়া ও খোকন মিয়া সরকারি খাস জমি দখল করে মাটি ভরাট করে রাখার কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এতে স্কুল প্রাঙ্গণে সবসময় পানি জমে থাকে, শিক্ষার্থীরা ঠিকমতো এসেম্বলি বা খেলাধুলা করতে পারে না।” প্রধান শিক্ষক ইতিমধ্যে মাধবপুরের ইউএনও কাছে লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত বাবুল মিয়া ও খোকন মিয়ার সাথে যোগাযোগ করার সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান বলেন, উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম বলেন, তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’