বানিয়াচংয়ে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
হবিগঞ্জের বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় থানার ওসির রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “বানিয়াচং একটি ঐতিহ্যবাহী ও দেশের বৃহত্তম গ্রামাঞ্চল। এখানকার জনসংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষার চ্যালেঞ্জও বিশেষ ধরনের। তবে আমি প্রতিজ্ঞাবদ্ধ—অপরাধ, মাদক, নারী-শিশু নির্যাতন, জুয়া, চুরি-ডাকাতি ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রথম দায়িত্ব।”
তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সহযোগিতা ছাড়া পুলিশের দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব নয়। বানিয়াচংয়ের সাংবাদিকরা অতীতে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও রাখবেন বলে আমি বিশ্বাস করি। আপনাদের দেওয়া সঠিক তথ্য আমাদের অপরাধ দমন কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। আর গঠনমূলক সমালোচনা আমাদের কাজের মান উন্নত করতে সহায়তা করবে।”
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা গ্রামীণ পর্যায়ে কিশোর অপরাধ, মাদক বিস্তার, ইউনিয়ন পরিষদে সেবা বিলম্ব এবং ট্রাফিক ব্যবস্থাপনার বিশৃঙ্খলা ইত্যাদি বিষয়ে মতামত তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, নবাগত ওসির কার্যকর উদ্যোগে এসব সমস্যার সমাধান হবে এবং সাধারণ মানুষ সুফল পাবে।
সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন ওসি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। পাশাপাশি পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় সিনিয়র সাংবাদিক মোতাব্বির হোসেন, মোশারফ হোসাইন, শিব্বির আহমদ আরজু, এস এম খোকন, সাহিদুর রহমান, আব্দাল মিয়া, কাজল মিয়া আতাউর রহমান, আক্তার হোসেন আলহাদী, দিলোয়ার হোসাইন, এনায়েত হোসেন, বদরুল লস্কর, নুরুল ইসলাম , সাব্বির চৌধুরী, ইমরান আহমদ, লিলু আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ওসি সৌজন্যমূলক কুশল বিনিময় করেন।