কানাইঘাটে এইচএসসি পরীক্ষার ফলাফলে ধ্বস
সিলেট শিক্ষা বোর্ডের এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ধস নেমেছে কানাইঘাট উপজেলায়।কানাইঘাট মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে ফলাফল প্রকাশের দিন ১৬ অক্টোবর বিকালে জানা যায়,এ বছর সিলেট বোর্ডে অধিনে অনুষ্ঠিত এইচএসসি পরিক্ষায় কানাইঘাটের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৮০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ৬৬৫জন,পাসের হার ৬১.৫৭ শতাংশ।এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন।গত বছর পাশের হার ছিলো মোট ৮৫.২৬ শতাংশ এবং জিপিএ-ছিলো ৫৩টি।
কানাইঘাট সরকারি কলেজ থেকে ৪৬৬ জন পরিক্ষার্থী এবারের এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে ৩৩৩ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন,পাশের হার ৭১.৪৬ তার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন একজন।
গাছবাড়ী আইডিয়াল কলেজ থেকে ১৭২ জন পরিক্ষার্থী এবারের এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে ৭২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন,পাশের হার ৪৬.৪৬ তার মধ্যে জিপিএ-৫ নেই।
কানাইঘাট মহিলা কলেজ থেকে ১৫ জন পরিক্ষার্থী এবারের এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে ৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন,পাশের হার ৪৬.৬৭ তার মধ্যে জিপিএ-৫ নেই।
শিকদার ফাউন্ডেশন কলেজ থেকে ৬২ জন পরিক্ষার্থী এবারের এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে ২৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন,পাশের হার ৩৮.৭১তার মধ্যে জিপিএ-৫ নেই।
মালিক নাহার মেমোরিয়াল কলেজ থেকে ২১৫ জন পরিক্ষার্থী এবারের এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে ১৩০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন,পাশের হার ৬০.৬৭ তার মধ্যে জিপিএ-৫ নেই।
দূর্গাপুর উচ্চবিদ্যালয় এন্ড কলেজ থেকে ২৯ জন পরিক্ষার্থী এবারের এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে ০৫ জন শিক্ষার্থী কৃত কার্য হয়েছেন,পাশের হার ১৭.২৪ তার মধ্যে জিপিএ-৫ নেই।
ঝিংগাবাড়ী উচ্চবিদ্যালয় এন্ড কলেজ থেকে ১০০ জন পরিক্ষার্থী এবারের এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে ৯০ জন শিক্ষার্থী কৃত কার্য হয়েছেন,পাশের হার ৯০.০০ তার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ০৫ জন।
চড়িপাড়া উচ্চবিদ্যালয় এন্ড কলেজ থেকে ২১ জন পরিক্ষার্থী এবারের এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে ০৪ জন শিক্ষার্থী কৃত কার্য হয়েছেন,পাশের হার ১৯.০৫ তার মধ্যে জিপিএ-৫ নেই।
কলেজ পর্যায়ে মোট পরিক্ষার্থী ১০৮০ জন,কৃতকার্য ৬৬৫ জন,পাশের হার ৬১.৫৭,জিপিএ- ০৬ জন।
অপর দিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে এইচএসসি সমমান আলীম পরিক্ষায় কানাইঘাট উপজেলার ৫ টি প্রতিষ্ঠানের মোট ১৬৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ১১৬ জন কৃতকার্য হয়েছেন,পাশের হার ৭০.২৩ তার মধ্যে ১টি জিপিএ-৫ রয়েছে।গত বছর পাশের হার ছিলো ৯৪.৪৭ শতাংশ এবং জিপিএ-৫ ছিলো ১৬টি।
কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসা থেকে ২০ জন পরিক্ষার্থী এবারের আলিম পরিক্ষায় অংশগ্রহণ করে ১৩ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন,পাশের হার ৬৫.০০ তার মধ্যে জিপিএ-৫ নেই।
গাছবাড়ি জেএউ কামিল মাদ্রাসা থেকে ৩৫ জন পরিক্ষার্থী এবারের আলিম পরিক্ষায় অংশগ্রহণ করে ২৩ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন,পাশের হার ৬৫.৭১ তার মধ্যে জিপিএ-৫ নেই।
ঝিংগাবাড়ী ফাজিল মাদ্রাসা থেকে ৬১ জন পরিক্ষার্থী এবারের আলিম পরিক্ষায় অংশগ্রহণ করে ৫০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন,পাশের হার ৮১.৯৭ তার মধ্যে জিপিএ-৫ একজন।
সড়কের বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৩৯ জন পরিক্ষার্থী এবারের আলিম পরিক্ষায় অংশগ্রহণ করে ২৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন,পাশের হার ৬৪.১০ তার মধ্যে জিপিএ-৫ নেই।
রহিমিয়া আলিম মাদ্রাসা থেকে ১৩ জন পরিক্ষার্থী এবারের আলিম পরিক্ষায় অংশগ্রহণ করে ০৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন,পাশের হার ৫৩.৮৬ তার মধ্যে জিপিএ-৫ নেই।