সুনামগঞ্জ জেলা প্রশাসক
সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় হাওর বেষ্টিত জেলা পিছিয়ে রয়েছে
উচ্চতর শিক্ষা গ্রহণের ভিত্তি স্থাপিত হয় প্রাথমিক পর্যায় থেকেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
জেলা প্রশাসক বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা বহুল আলোচিত ও কাঙ্ক্ষিত একটি বিষয়। সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় এমনিতেই হাওর বেষ্টিত এ জেলা অনেক পিছিয়ে রয়েছে এবং প্রাথমিক শিক্ষায় এ জেলার অবস্থান পেছনের সারিতে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় সুনামগঞ্জ প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসন মেধা বৃত্তি যাচাই পরীক্ষা-২০২৫ উপলক্ষে এক প্রেস ব্রিফিং তিনি কথা গুলো বলেন।
তিনি বলেন, সুনামগঞ্জ জেলায় প্রাথমিক পর্যায়ে ঝড়ে পড়া শিক্ষার্থীর হার ৫.৯৫। ফলে প্রাথমিক শিক্ষায় গতিশীলতা আনয়ন ও শিক্ষক শিক্ষিকাদের মেধা যাচাইয়ের নিমিত্ত জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা-২০২৫ আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই শান্তিগঞ্জ উপজেলায় পাইলট ভিত্তিতে মডেল বাস্তবায়িত হয়েছে এবং প্রাপ্ত ফলাফল প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নতুন সংযোজন হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সমগ্র জেলায় এ ধারণা ছড়িয়ে দেয়ার লক্ষে আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় সুনামগঞ্জ জেলার ১৪৭৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একযোগে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ জেলার ১২ উপজেলার চতুর্থ শ্রেণিতে ৪১১৬৪ জন ও পঞ্চম শ্রেণিতে ৩৫৩২১ জনসহ মোট ৭৬৪৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। ইতিমধ্যেই এ পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠানের লক্ষে উপজেলা পর্যায়ে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) তাপস শীল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, জেলা প্রশাসনের সহকারী কমিশনার দিপান্বিতা দেবী,জেলা শিক্ষা আফিসের সহকারি পরিদর্শক সাইফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসরিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।