এসআইইউ লাইব্রেরিতে বই উপহার দিলেন মুহিত চৌধুরী
দৈনিক সিলেট ডট কম
দৈনিক সিলেট ডটকম : সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট কবি, উপ্যনাসিক মুহিত চৌধুরী সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লাইব্রেরিতে তাঁর জনপ্রিয় উপন্যাস ‘এই ঘর এই মন’ এবং ‘বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা’ নামক দুটি বই উপহার দিয়েছেন। শনিবার দুপুরে
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন বই দু’টি গ্রহণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবিক অনুষদের ডিন প্রফেসর মুয়ীজুর রহমান, প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো, আইন বিভাগের বিভাগীয়
প্রধান মো: হুমায়ুন কবির, সহকারী প্রক্টর মশিউর রহমান, এ.কে.এম সুহেল হাবিব নওরজ, ডেপুটি লাইব্রেরিয়ান মো: মোস্তফা কামাল, লাইব্রেরিয়ান গোস উদ্দিন চৌধুরী, সেকশন অফিসার সুবিনয় আচার্য্য ও অপু চক্রবর্ত্তী।
পরে কবি মুহিত চৌধুরী সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লাইব্রেরি এবং আমেরিকান কর্ণার সিলেট ঘুরে দেখেন।