দ্বাদশ নির্বাচনে সিলেটে জাপার মনোনয়ন পেলেন যারা

দৈনিকসিলেট প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।এতে সিলেটের ৬ আসনে মনোনীত প্রার্থী ঘোষাণা করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্ট চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
এসময় সিলেটের ৫ আসনে মনোনীত প্রার্থীরা ঘোষাণা করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
প্রার্থীরা হলেন- সিলেট-১ আসনে নজরুল ইসলাম বাবুল, সিলেট-২ আসনে মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট-৩ আসনে আতিকুর রহমান আতিক, সিলেট-৪ আসনে এটি এম তাজ রহমান, সিলেট-৫ আসনে সাব্বির আহমদ ও সিলেট-৬ আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন।