সুনামগঞ্জে ছাত্র জমিয়তের বর্ণাঢ্য র্যালি

সুনামগঞ্জ প্রতিনিধি
“ব্যক্তিগঠন, ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন এ শ্লোগান নিয়ে সুনামগঞ্জে ছাত্র জমিয়তের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্র জমিয়ত সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়া এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করিমের পরিচালনায় বক্তব্য দেন, জেলা জমিয়তের অফিস সম্পাদক ও সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও. রমজান হোসাইন, সদর উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাও. মনজুর আহমদ, যুবনেতা মাও. ফরিদ উদ্দীন মাসউদ, জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক আজিরুদ্দীন সোহাগ, প্রচার সম্পাদক সুমন আহমদ প্রমুখ।
বক্তাগন আদর্শিক ইসলামী সংগঠন ছাত্র জমিয়তের ছায়াতলে আসতে শিক্ষার্খীদের আহবান জানিয়েছেন।