অধ্যাপক আব্দুল হান্নান
বৈষম্যমুক্ত সমাজ গঠনে নির্বাচনে ইসলামী শক্তির বিজয় নিশ্চিত করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বৈষম্যমুক্ত সমাজ গঠনের জন্য আগামী নির্বাচনে ইসলামী শক্তিকে বিজয় নিশ্চিত করে ইসলামের হারানো গৌরবকে উদ্ধারের জন্য সর্বস্থরের উলামায়ে কেরামের প্রতি আহবান জানান।
আজ ৯ আগস্ট গোয়ালাবাজারের এক অভিজাত রেস্টুরেন্টে উলামা মাশায়েখ পরিষদ ওসমানীনগরের উদ্যোগে আয়োজিত বৈষম্যমুক্ত সমাজ গঠনে উলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক আলোচনা ও উলামা সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মাওলানা আবুল বাশারের সভাপতিত্ত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন, উলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলা সভাপতি মুহাদ্দিস মাওলানা কমর উদ্দীন, সেক্রেটারি মাওলানা সাদিক সিকানদার, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সহকারী সেক্রেটারী মুতাসিম বিল্লাহ জালালী, খেলাফত মজলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ছঈদুর রহমান চৌধুরী।
ওসমানীনগরের ইসলামী দলগুলোর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মো: সোহরাব আলী। খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শুয়েব আহমদ,বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হাবিবুর রহমান জাহান, ইসলামী আন্দোলন নেতা রাশেদুল হক চৌধুরী বজলু, জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মাওলানা ইমরান খান, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই আল হাদী,অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী, মুফতী মাওলানা দেলোয়ার হোসেন চৌধুরী, মাওলানা আব্দুল হাফিজ মাসুদ, মাওলানা মো: আব্দুল্লাহ, মাওলানা আব্দুল মান্নান চৌধুরী, উপাধ্যক্ষ মাওলানা নাজিম উদ্দীন।
সম্মেলন পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান সিদ্দিকী, উপস্থিত ছিলেন জামায়াত, খেলাফত, জমিয়ত, ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বিভিন্ন মাদরাসার মুহতামিম অধ্যক্ষ, সুপারিন্টেন্ডেন্ট, মসজিদের ইমাম খতিববৃন্দ।