উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই
লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের আয়োজনে ফ্রি ফায়ার রিজিওনাল হিরো প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-১ এ অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
ফ্রি ফায়ার রিজিওনাল হিরো প্রতিযোগিতার বিজয়ী দল ডব্লিউ প্রাইজ মানি হিসাবে পায় পনের হাজার টাকা, প্রথম রানারস আপ ফেরোসাস ফোর প্রাইজ মানি হিসাবে পায় দশ হাজার টাকা এবং দ্বিতীয় রানারস আপ প্যারাডক্স ইস্পোর্টস প্রাইজ মানি হিসাবে পায় চার হাজার টাকা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়ে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, খেলাধুলা সবসময়ই মনকে প্রফুল্ল করে, শৃঙ্খলা এবং দ্রুত সিদ্ধান্ত জ্ঞান তৈরি করতে সাহায্য করে। তিনি আরো বলেন,খেলায় জয় পরাজয় বড় কথা নয়, এখানে যে নির্মল আনন্দ পাওয়া যায় সেটিই গুরুত্বপূর্ণ।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এ প্রতিযোগিতা আয়োজন করার জন্য লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতা ও নেতৃত্ব তৈরি হয়। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। আজকের এ অনুষ্ঠানে এসে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করার জন্য তিনি দানবীর ড. সৈয়দ রাগীব আলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যেই তিনি লিডিং ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন। তাঁর পরামর্শে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় লিডিং ইউনিভার্সিটি উত্তরোত্তর উন্নতির পথে এগিয়ে যাবে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানান।
শুভেচ্ছা বক্তব্যে লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা এবং প্রক্টর মো. মাহবুবুর রহমান বলেন, লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাব সবসময়ই শিক্ষার্থীদের মানসিক বিকাশে জন্য খেলাধুলার আয়োজন করে থাকে। ম্যানগ্রুভ ইস্পোর্টস এর পৃষ্ঠপোষকতায় ফ্রি ফায়ার রিজিওনাল হিরো প্রতিযোগিতায় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ সিলেটের বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেছে এবং খুবই সুশৃঙ্খলভাবে খেলায় অংশগ্রহণ করার জন্য তিনি খেলোয়ারদেরকে ধন্যবাদ জানান। পরিশেষে অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করার জন্য অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ম্যানগ্রুভ ইস্পোর্টসের সিলেট বিভাগের ক্যাম্পাস প্রতিনিধি মোহাম্মদ মাহফুজ বিল্লাহ এবং স্পোর্টস ক্লাবের সহ-উপদেষ্টা মো. সাজেদুল ইসলাম সরকার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: কামরুজ জামান ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, রেজিষ্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং স্পোর্টস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের সভাপতি মো. আসিফুর রহমান দিপু।